সদরপুরে ভুয়া ওয়ারিশ সাজিয়ে জমির মালিক
আদালতে মামলা
সদরপুর প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুরে ভুয়া ওয়ারিশ সাজিয়ে জমির মালিক হওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। সদরপুর সহকারী জজ আলাদাত,ভাঙ্গা চৌকি ফরিদপুর আদালতে নন্দ কুমার ঘোষ বর্তমানে জমিতে থাকা বাবুল বেপারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
নন্দ কুমার ঘোষের ভাষ্যমতে, সদরপুর উপজেলাধীন ৪৯নং হরিন্যা মৌজা আর এস-৫৬১,৪৪০,৪০৮,এস এ-৪৮৮,৩৮১,৩৫৫নং খতিয়ান অন্তর্গত আর এস ৪১৩নং দাগে ৯,আরএস-৪১৪ নং দাগে ২০ ও আরএস ৪১৫নং দাগে ১৭ মোট ৪৬শতাংশ জমি বিদ্যমান। যাহার বর্তমান বিএস-৪১২ নং দাগে ১৭ ও বিএস ৪১৩নং দাগে ২৯ শতাংশ জমি রয়েছে। নন্দ কুমার আরও জানান, বাবুল বেপারী গংরা উক্ত জমির ভুয়া ওয়ারিশ সাজিয়ে কিছু হিন্দু পরিবার দেখিয়ে তাদের নাম পর্ত্তন করিয়া তিনি তাদের নিকট থেকে জমি লিখে নেন। কিন্তু যাহা জমি লিখে দেন তারা ওই জমির প্রকৃত ওয়ারিশ নন। বর্তমানে বাবুল গং ও নন্দ কুমার ঘোষের মধ্যে আদালতে মামলা বিরাজমান থাকলেও জমি দখল নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। সদরপুর থানা পুলিশ সরেজমিনে গিয়েও দুপক্ষকে শৃঙ্কলা বজায় রাখতে নির্দেশনা দিয়েছেন। এবং ঘটনা সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা অবগত হলে তিনি জানান আদালতে মামলা চলমান রয়েছে বিধায় আদালত থেকে নিষ্পত্তি হলে যে যার জায়গায় চলে যাবেন। কোনো প্রকার দাঙ্গা সৃষ্টি করিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply