ফরিদপুরের ঢাকা খুলনা মহাসড়কে সড়ক অবরোধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মীদের
বিশেষ প্রতিনিধি :
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় লকডাউনকে কেন্দ্র করে সড়ক অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর ছয়টার দিকে শুয়েদী পাম্পের পাশে ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে তারা যান চলাচল বন্ধ করে দেয়। এতে মহাসড়কের দুই পাশে কিছু যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকেই কয়েকজন নেতাকর্মী লকডাউনের সমর্থনে সড়কে অবস্থান নেন এবং পরে অন্যান্যরা যোগ দিয়ে পুরো রাস্তা অবরোধ করেন। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এ সময় ঢাকামুখী কয়েকটি অ্যাম্বুলেন্স ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে যেসব অ্যাম্বুলেন্সে রোগী ছিল, সেগুলোকে যেতে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।
Leave a Reply