সদরপুরে পুলিশের অভিযানে আটক-৪
সদরপুর প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেরার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযানে চারজন কে আটক করা হয়েছে। শুক্র ও শনিবার দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে তাদের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ও ঢেউখালী ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। ফরিদপুর জেলার ভাংগা থানা ভাংচুর মামলায় তারা আসামী ছিলেন।
আটককৃতরা হলেন, সদরপুর আ’লীগ নেতা ও ফরিদপুর জেলা পরিষদের সদস্য এখলাস আলী ফকির(৫০), ঢেউখালী ইউনিয়নের সোহরাব বেপারী(৫০), কৃষ্ণপুর ইউনিয়নের সজীব শেখ(২৪) ও পলাশ শেখ(৪৭)। এরা সবাই আ’লীগ ও যুবলীগের নেতাকর্মী।
এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায় জানান, সদরপুরের পাশ্ববর্তী ভাংগা থানা ভাংচুর মামলায় তারা আসামী ছিলেন। তাদের অভিযান চালিয়ে আটক করা হয়েছে।
Leave a Reply