সদরপুরে শিক্ষক সংকটে,
বিদ্যালয় ছেড়ে যাচ্ছে শিক্ষার্থীরা
সদরপুর প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার সদরপুর উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত রয়েছে পদ্মা ও আড়িয়াল খা নদে। দুটি নদের অগ্রাসীতে চরাঞ্চলের জনগোষ্ঠী প্রতিনিয়ত দুর্যোগ মোকাবেলা করে পার করে তাদের জীবন। সদরপুর উপজেলার ৯টি ইউনিয়নে রয়েছে ১৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৯টির মধ্যে ৫টি ইউনিয়নই রয়েছে পদ্মা ও আড়িয়াল খাঁ নদের বুকে জেগে ওঠা চরাঞ্চলে। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক থাকায় বিনামূল্যে প্রাথমিক শিক্ষা প্রদানের জন্য ওইসব বিদ্যালয় গুলোতে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের পদ রয়েছে ৮০৯টি। এর মধ্যে ১৩০ জন প্রধান শিক্ষক, এবং ৬৭৯ জন সহকারী শিক্ষক। কিন্তু সরেজমিনে দেখা যাচ্ছে ১৩০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ শুন্য এবং ৫১জন সহকারী শিক্ষকের পদ শুন্য রয়েছে।
শিক্ষক সংকট ও অনুপস্থিত থাকায়, প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ করে চরাঞ্চলে আশংঙ্কাজনকহারে কমেছে শিক্ষাথীর সংখ্যা। স্কুলে খাতায় শিক্ষার্থী থাকলেও বাস্তবে নেই। অনেক স্কুল প্রায়ই বন্ধ থাকে বলেও অভিযোগ রয়েছে অভিভাবকদের। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সংকট থাকার কারনে অধিকাংশ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন ভর্তি হয়েছে মাদ্রাসায়। অনেক পরিবারের ছোট শিশুরা বিদ্যালয় ত্যাগ করে পরিবারের সাথে নদীতে মাছ ধরার পেশায় নিযুক্ত হচ্ছেন। চরখুনী প্রাথমিক বিদ্যালয় এলাকায় কাজে আসা লোকজনের নিকট দেওয়া হয়েছে আবাসিক হোটেল হিসেবে ভাড়া। এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান জানান, এলাকার মাতুব্বরের কারনে তার লোকজন কে থাকতে দেওয়া হয়েছে।
তবে অভিভাবক শিক্ষকদের প্রতি ক্ষোভ ছেড়ে বলেন, সদরপুর থেকে এখানে আসতে চান না কোনো শিক্ষক। অফিস ম্যানেজ করে তারা সদরপুরে বসেই হাজিরা দেন খাতায় অন্য শিক্ষকদের মাধ্যমে।
এ ব্যাপারে নারিকেল বাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অনেক শিক্ষক চরাঞ্চলে আসেন না। আমি যতদূর সম্ভব চেষ্ঠা করে যাচ্ছি তাদের এলাকায় আনার জন্য। সরকারিভাবে ১৩০টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ ৭৮জন শিক্ষকের পদ শুন্য থাকার পরেও অনেক বিদ্যালয়ের দায়িত্ব প্রাপ্ত শিক্ষকরাও রয়েছেন অনিয়মিত। বিশেষ করে উপজেলার চরাঞ্চলের চর নাসিরপুর, চর মানাইর, দিয়ারা নারিকেল বাড়িয়া, এবং আংশিক আকোটের চর ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা সবচেয়ে বেশী খারাপ অবস্থা। নাম প্রকাশে অনিচ্চুক অনেক শিক্ষক বলেন, নদী ভাঙন, বার বার বিদ্যালয়ে স্থান পরিবর্তন, দুর্গম রাস্তা ঘাট, শিক্ষার প্রতি অভিভাবকদের উদাসীনতা, সচতেনতার অভাব,নজরদারীর ঘাটতি, দুর্বল ম্যানেজিং কমিটি ব্যাবস্থাপনার কারনেই সমস্যার সম্মুখীন থাকেন তারা। এছাড়াও তাদের চরভাতা না থাকার কারনকেও দায়ী করেন।
২৩ নং হাট নারিকেল বাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন বলেন,বিগত ১৪ বছর যাবৎ শিক্ষকদের পদোন্নতি আটকে আছে, যার ফলে চলতি দায়ীত্ব, অতিরিক্ত দায়ীত্ব দিয়ে শুন্য পদ থাকা স্কুল গুলো পরিচালিত হচ্ছে৷ তাদের অতিরিক্ত দায়ীত্বের ভাতাও খুব সামান্য৷ যে সকল বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শুন্য রয়েছে পদোন্নতি দিয়ে সেইসব শুন্যপদ পূরন করা হলে ওই সকল বিদ্যালয়ে শিক্ষায় গতি বাড়বে পাশাপাশি সুষ্টভাবে স্কুল পরিচালনা সহজ হবে৷
উত্তর শৈলডুবী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক বলেন শিক্ষক ঘাটতি পুরনের পাশাপাশি চরাঞ্চলে প্রাথমিক শিক্ষা ব্যাবস্থায় শিক্ষার্থীর প্রতি শিক্ষকদের আরো আন্তরিক হওয়া প্রয়োজন, সেই সাথে চরাঞ্চলের শিক্ষকদের আবাসন ব্যবাস্থা নিশ্চিন্ত করা উচিত। এছাড়া তিনি আরো বলেন উপজেলার সকল শিক্ষকদের ১বছর চরাঞ্চলে বাধ্যতামুলক শিক্ষকতায় করার বিধান তৈরী করা, সর্বশেষ দেশের হাওর অঞ্চলে শিক্ষকদের হাওর ভাতা দেওয়া হয়, এমনকি আমাদের পার্শবর্তী চরভদ্রাসন উপজেলায় ঝড় ঝাউকান্দা ইউনিয়নে চর ভাতা দেওয়া হয়। অনুরুপ ভাবে সদরপুর চরাঞ্চলে শিক্ষকদের চর ভাতা চালু করলে তারা কাজের প্রতি আরো দায়ীত্বশীল হবেন মনে করেন তিনি। তাতে শিক্ষার মানউন্নয়ন যেমন হবে তেমনি কোমলমতি শিশুরা শিক্ষার প্রতি আরো আগ্রহী হয়ে উঠবে৷
প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদ শুন্য প্রসংগে, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মামুনুর রহমান বলেন, আমরা ইতিপুর্বে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়কে বিষয়টি অবগত করেছি৷ চরাঞ্চলে শিক্ষক শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিন্ত করার ব্যাপারেও আগামী শিক্ষা মিটিংয়ে বিষয়টি আলোচনা করা হবে৷ চরাঞ্চলের শিক্ষকদের সমস্যা চিহিৃত করে সমাধান করা হবে যাতে করে চরাঞ্চলের শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিন্ত করা যায়।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা বলেন, শিক্ষক সংকটসহ নানা প্রকার সমস্যা রয়েছে বিশেষ করে চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয় গুলোতে। সমস্যা সমাধানের জন্য ও শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply