ফরিদপুরের ভাঙ্গায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ঢাকা রেঞ্জের ডিআইজি
বিশেষ প্রতিনিধি:
ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের রায়কে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। সোমবার সকালে ফরিদপুরের ভাঙ্গা আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে আসেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সকল কার্যক্রম খতিয়ে দেখেন।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে জনগণের জান মাল রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীর যা যা করণীয় আমরা তার সবকিছুই করেছি। এ ব্যাপারে সম্পূর্ণ প্রস্তুতি আমাদের রয়েছে। এখানে যেসব জায়গায় মহাসড়কের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে সেসব স্থানে নিরাপত্তা বিধানে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার সহ তাদের সবাইকে রাখা হয়েছে। তিনি বলেন, আমি মনে করি নিরাপত্তা রক্ষায় যারা দায়িত্ব রয়েছেন তাদের উপস্থিতিতে কোন কিছুই হবে না। আমরা জনগণের জান মাল রক্ষার্থে যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সবকিছুই আমরা গ্রহণ করেছি। তবে বিশৃংখলকারীরা কোন কিছু করবে এমন কোন তথ্যই আমাদের কাছে নেই বলে তিনি জানান।
এদিকে সকাল থেকেই ফরিদপুর শহরসহ প্রতিটি উপজেলার গুরুত্বপূর্ণ মোড়, বাজার এলাকা, সরকারি স্থাপনা ও প্রবেশপথে বিজিবি, পুলিশ ও র্যাবের যৌথ চেকপোস্ট বসানো হয়।
ভোর থেকেই ভাঙ্গার বড়বাজার মোড়, পুরনো বাসস্ট্যান্ড, ভাঙ্গা গোল চত্বর, নতুন বাসস্ট্যান্ড সহ বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা সদস্যদের অবস্থান নিতে দেখা যায়। তারা পথচারী, যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছেন। বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে বিজিবি, র্যাব-পুলিশের একাধিক টিম।
এদিকে সকাল সাড়ে নয়টার দিকে কৃষক দলের পক্ষ থেকে ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় মিছিল বের করে নেতাকর্মীরা।
Leave a Reply