ফরিদপুরে
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের
১০ ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরে
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের
১০ ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার
সকাল দশটায় সম্মিলিত তরুণ পেশাজীবী পরিষদের উদ্যোগে
,অন্তর্বর্তীকালীন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে
উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্যাথলজি ইনচার্জ নুরুল আলম রাসেল,
সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট গোপাল চন্দ্র রায়, মেডিক্যাল টেকনোলজিস্ট
মোঃ ওবায়দুল্লাহ, রেডিও থেরাপিস্ট মোঃ আবুল কাশেম, ফার্মাসিস্ট মোঃ মোবারক হোসেন, মোহাম্মদ সানাউল্লাহ
এছাড়া অন্যান্য ব্যক্তিবর্গ উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন বাংলাদেশের স্বাস্থ্য খাত একটি গুরুত্বপূর্ণ খাত।
আমরা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছি এবং জনগনের স্বাস্থ্য সেবায় নিয়োজিত আছি।
আমরা আজ আমাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে মানববন্ধনে অংশগ্রহণ করতে বাধ্য হচ্ছি।
কেননা আমাদেরকে বঞ্চিত করে স্বাস্থ্য সেবায় এগিয়ে নেয়া যাবে না।
আমাদের ন্যায্য অধিকার ও প্রাপ্যতা আদায় করে নিতে হবে।
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বর্তমানে ১১ তম গ্রেডে কাজ করছে।
প্রকৌশল, কৃষি এবং নার্স তাদেরকে দশম গ্রেডে উন্নীত করা হলেও আমরা যারা স্বাস্থ্য খাতে কাজ করছি অথচ কোনো এক অদৃশ্য কারণে আমাদের দশম গ্রেড প্রদান করা হচ্ছে না। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবী জানাই মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অবিলম্বে দশম গ্রেড প্রদান করতে হবে, অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। বলে হুশিয়ারি ব্যক্ত করেন।
Leave a Reply