ফরিদপুরের সদরপুরে মন্দির দখলের অভিযোগ, হামলায় আহত ১২ জন। বিচারের দাবীতে মানববন্ধন।
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুরের ঢেউখালি ইউনিয়নের ঘোষপাড়া গ্রামে সগোবিন্দ মন্দির সার্বজনীন রাধা কৃষ্ণ মন্দির দখলের অভিযোগ করেছে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন। এ ঘটনায় আজ সকালে প্রতিকার চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে এলাকাবাসী জানায় যুগ যুগ ধরে চলা তারা রাধা কৃষ্ণ মন্দিরে দূর্গা পূজা রচনা করে আসছে। কিন্তু এলাকার বাবুল বেপারী নামের প্রভাবশালী চোখ পরানো মন্দিরটির ওপর। এরপর থেকেই মন্দিরের পুরোহিত ও আশেপাশের লোকজনকে মন্দিরটি দখল করে মেরে বলে বিভিন্ন সময় হুমকি দুমকি দিতে থাকে। এরি ধারাবাহিকতায় গত ১৬ নভেম্বর ভোরবেলা সকলে ঘুম থেকে ওঠার আগে মন্দিরটি ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় এলাকাবাসী এগিয়ে এলে তারা তাদের উপর হামলা চালালে ১২ জন গ্রামবাসী আহত হয়। এ সময় বাবুল বেপারীর গংয়ের লোকজোড়া এলাকার যারাই আসে তাদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করে। পরে এলাকার প্রতিরোধে মুখে তারা চলে যায়। পরবর্তীতে আহতরা সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এ ঘটনায় সদরপুর থানায় বাবুল গগন এর নামে একটি মামলা ডায়ের করে। এরপর থেকে বাবুল গং মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করছে। এলাকাবাসী মন্দিরটিতে পূজা রচনা করতে পারে তার ব্যবস্থা করার দাবি করেন। বর্তমানে এলাকার ৫ শতাধিক হিন্দু পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
Leave a Reply