ফরিদপুরে বেনজির আহমেদ তাবরিজ এর বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় ও স্বপদে বহাল করায় তাৎক্ষণিক আনন্দ মিছিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরে বেনজির আহমেদ তাবরিজ এর বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় এবং স্বপদে বহাল করায় তাৎক্ষণিক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার রাতে শহরের মহাখালী পাঠশালার মোড়ে অবস্থিত মাছরাঙ্গা শপিং কমপ্লেক্সের সামনে থেকে এক তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি জনতা ব্যাংকের মোড়ে গিয়ে পৌঁছলে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিদুল ইসলাম কায়েস ও বেনজির আহমেদ তাবরিজ।
এ সময় বেনজির আহমেদ তাবরিজের উপর বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় এবং সপদে বহাল করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া , ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ জাতীয়তাবাদী দল ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম , কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নয়নসহ বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ও ফরিদপুর জেলা শাখার নেতাকর্মীদের ধন্যবাদ জানানো হয়।
এ ছাড়া আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য দেশবাসীর নিকট আহ্বান করা হয়। এ উপলক্ষে আগামীকাল বাদ জোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এরপর মিষ্টি বিতরণ করা হয় ।
Leave a Reply