ফরিদপুরে প্রতারক চক্রের কারনে নি:শ্ব হচ্ছে কয়েকটি পরিবার
বিশেষ প্রতিনিধি :
ফরিদপুরের রাজ্জাক শেখ ও মোসাঃ রাজিয়া নামের দুই প্রতারক ঘোড়াদাহ এলাকার একাধিক ব্যাক্তিকে বিদেশে পাঠিয়ে হয়রানী করার অভিযোগ উঠেছে।
গত ২৩ সালের ডিসেম্বরে জেলার নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রাম এলাকার হত দরিদ্র আসমা বেগমকে তার মেয়ের জামাই ফিরোজকে কাতারে পাঠানো নাম বলে চার লাখ টাকা রাজ্জাক ও রাজিয়াকে দেয়। এ ছাড়াও একই এলাকার ইউনুস, জুবায়ের, রব ও বক্কারের কাছ থেকে চার লাখ টাকা করে মোট ১৬ লাখ টাকা নেয়।
এরপর তাদেরকে না পাঠিয়ে নানা অজুহাত ধরতে থাকে৷ এক পর্যায়ে এ সকল দরিদ্র পরিবারগুলো এলাকার গন্যমান্য ব্যাক্তিদের স্বরণাপন্ন হলে বাধ্য হয়ে প্রতারক ২৪ সালের মাঝামাঝি সময়ে তাদেরকে কাতারে নিয়ে যায়।
এরপর চলে তার অভিনব কায়দা প্রতারণা, বিদেশের মাটিতে একটি ঘরের মধ্যে বন্ধ রেখে চাঁপ দেয় টাকা দেওয়ার জন্য। টাকা না দিলেই তাদের উপর নেমে আসতো নানা ধরনের নির্যাতন। নির্যাতনের চিত্র বাড়িতে বললেই আসহায়দের বন্দি দশায় নিয়মিত খাবারের ব্যাবস্থা করতে দেশ থেকে করতে টাকা পাঠাতে হতো। এদিকে দরিদ্র পরবারগুলো অভাবের সংসার ঘোচাতে তাদের পরিবারের সদস্যকে প্রবাসে পাঠায়। কিন্ত সংসারের বোঝাতো দুরের কথা তাদের জীবন বাঁচানো দায়। অগ্যতা ধার দেনা করে তাদের পরিবারের সদস্যদেরকে মুক্তি দিতে টাকা পাঠিয়ে দেশে নিয়ে আসে। এরপর প্রতারক রাজ্জাক ও রাজিয়াকে টাকার ফেরত দিতে চাপ দিলে সে উল্টো প্রাণ নাশসহ নানা হুমকি দিচ্ছে।
এ ব্যাপারে আসমা সহ এলাকার হত দরিদ্ররাগুলো বলেন, আমাদের সংসারের অভাব ঘোচাতে প্রতারক রাজ্জাকের ফাঁদে পড়ে তাকে টাকা দিয়েছিলাম কিন্ত এখন দেখছি আমাদের সন্তানেদের জীবন নিয়ে সে ছিনিমিনি খেলছে। আমি এই প্রতারকদের উপযুক্ত বিচারের পাশাপাশি আমার টাকা ফেরত চাই। এ বিষয়ে আদালতে মামলা চলমান।রাজ্জাক ও রাজিয়া এলাকা ছেরে পালিয়েছে।
এ ব্যাপারে রাজ্জাকের সাথেও রাজিয়ার সাথে যোগাযোগ করার চেষ্ঠা করে না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই।
Leave a Reply