সদরপুরে মানবিক সংগঠনের আয়োজনে খেলা সামগ্রী বিতরণ
সদরপুর প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ও উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের কৃতি শিক্ষার্থীদের সম্মামনা দেওয়া হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারি মানবিক সংগঠনের আয়োজনে প্রধান অতিথি হিসেব এ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান।
মানবিক সংগঠনের সভাপতি মোঃ সরোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা, ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের সাবেক অধ্যক্ষ এএইচএম ইছহাক মিয়া, সদরপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মো. হাসিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেন। এসময় সংগঠনটির কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরে আরও বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
ছবি: সদরপুরে মানবিক সংগঠনের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সম্মামনা তুলে দেন অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান।
Leave a Reply