ফরিদপুরের বোয়ালমারীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে বোয়ালমারীর সাতৈর রেললাইন মাঠে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এতে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর ৪ আসনের বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম নাসির, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, আজম খান।
এসময় বক্তারা বলেন, দেশের অগ্রযাত্রা ও উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরে বলেন, দেশের ১৮ কোটি মানুষ আজ বেগম জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করছেন। আমরা আল্লাহর দরবারে আমাদের জীবনের বিনিময়ে হলেও বেগম জিয়ার প্রাণ ভিক্ষা চাই। তিনি আমাদের প্রাণপ্রিয় মাতাকে সুস্থ করে দিন।
এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দু হাত তুলে দোয়া ও মোনাজাত করেন।
Leave a Reply