ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের জব ফেয়ার ও সেমিনার অনুষ্ঠিত: কারিগরি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ‘জব ফেয়ার ২০২৬’ এবং কারিগরি শিক্ষার মানোন্নয়ন বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৯টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘অ্যাসেট প্রজেক্ট’-এর (ASSET Project) অর্থায়নে এই কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব আফজাল হোসেন এবং সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মো: আককাছ আলী সেখ।
সেমিনারে কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বৃদ্ধি এবং আশঙ্কাজনক হারে শিক্ষার্থী ঝরে পড়া রোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জনাব আফজাল হোসেন বলেন, কারিগরি শিক্ষার প্রসারে সরকার নিরলস কাজ করলেও অনেক ক্ষেত্রে আর্থিক সংকট ও পরিবারের চাপে শিক্ষার্থীরা পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। এছাড়া পড়াশোনার পাশাপাশি কাজ করার বাধ্যবাধকতা, আধুনিক ল্যাব সুবিধার ঘাটতি এবং ব্যবহারিক প্রশিক্ষণের অভাব ঝরে পড়ার হারকে ত্বরান্বিত করছে। তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার সাথে চাকরির সঠিক সংযোগ না থাকা এবং সামাজিক সচেতনতার অভাবও এর জন্য দায়ী। এই সংকট কাটাতে ইন্ডাস্ট্রি ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যোগসূত্র স্থাপন করতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ জনাব মো: আককাছ আলী সেখ শিক্ষার্থীদের জীবনমুখী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সামাজিক অবক্ষয় ও পড়াশোনায় অমনোযোগিতা শিক্ষার্থীদের লক্ষ্যচ্যুত করছে। পাশাপাশি শিক্ষকতা পেশার কিছু দুর্বলতা এবং গুণগত শিক্ষার অভাবও ঝরে পড়ার কারণ হিসেবে কাজ করছে। এই পরিস্থিতিতে আজকের এই ‘জব ফেয়ার’ নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। শিক্ষার্থীরা যখন সরাসরি চাকরির সুযোগ দেখবে, তখন তাদের মধ্যে পড়াশোনার আগ্রহ বৃদ্ধি পাবে।
দিনব্যাপী এই জব ফেয়ারে ফরিদপুর পলিটেকনিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর স্টলে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের সিভি জমা দেন। মেলায় আগত চাকরিপ্রার্থীরা মনে করছেন, সরাসরি সিভি জমার সুযোগ এবং নিয়োগকর্তাদের সাথে কথা বলার এই সুযোগ তাদের কর্মসংস্থানের পথে বড় সহায়ক হবে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply