বিএনপি তিন নেতার বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, বহিষ্কার প্রত্যাহারের দাবি
তৈয়াবুর রহমান
বিশেষ প্রতিনিধি:
দেবাংলাদেশ জাতীয়তাবাদী দল আলফাডাঙ্গা উপজেলা বিএনপি সহ-সভাপতি খোশবুর রহমান খোকন, পৌর বিএনপি সহ সভাপতি রেজাউল করিম রেজা ও পৌর বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সুজাকে বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৪ঘটিকার সময় বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা পরিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানান এবং দলীয় নেতৃত্বকে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বিরুদ্ধে বহিষ্কারাদেশ দলীয় ঐক্যের জন্য ক্ষতিকর এবং এতে নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল, এখানে মতের ভিন্নতা থাকতেই পারে। মতপার্থক্যের কারণে নেতাদের বহিষ্কার করা হলে দলের সাংগঠনিক শক্তি দুর্বল হয়ে পড়বে। তাই দলের বৃহত্তর স্বার্থে ঐক্য ও সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান প্রয়োজন।
সংবাদ সম্মেলনে খোশবুর রহমান খোকন বলেন,গত ২৪ তারিখ আমাদের দলীয় পার্টি অফিসে একটি মিটিং ছিল, যেখানে আমি সভাপতিত্ব করেছিলাম। ওই সময় স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন আমার অফিসে এসে শুভেচ্ছা বিনিময় করে চলে যান। এরপর কে বা কারা বিষয়টি জেলা বিএনপির সভাপতির কাছে ভুলভাবে উপস্থাপন করে অপপ্রচার চালিয়েছে।
তিনি আরও বলেন,আমি প্রায় ৪০ বছর ধরে বিএনপির সঙ্গে যুক্ত। বিএনপির চেয়ারপারসন যাকে মনোনয়ন দিয়েছেন, আমরা তার নির্বাচন করবো।
Leave a Reply