ফরিদপুরে সীমানা পূর্ণ বিন্যাস নিয়ে ঢাকা-খুলনা ও ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক অবরোধ
বিশেষ প্রতিনিধি :
নির্বাচন কমিশনের সীমানা পূর্ণ বিন্যাস নিয়ে ফরিদপুরে দ্বিতীয় দিনের মত উত্তপ্ত হয়ে উঠেছে।
নির্বাচন কমিশনের সম্প্রতি গেজেটে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন ও হামিরদী ইউনিয়ন দুটি নগরকান্দা উপজেলায় অন্তর্ভুক্ত করায় ঢাকা-খুলনা মহাসড়ক ও ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক গাছ কেটে ও ট্রায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রেখেছে স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার সকাল আটটা থেকে দুটি ইউনিয়নের সীমানাবর্তী হামিরদী বাসস্ট্যান্ড ও আলগী ইউনিয়নের সুয়াদী বাসস্ট্যান্ড সহ কয়েকটি জায়গায় মহাসড়কের রাস্তায় গাছ কেটে ও ট্রায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে দেয়া হয়েছে। এ সময় দুটি মহাসড়কের প্রায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।
এ সময় কোথাও কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে রেখেছে স্থানীয়রা।
এ সময় অবরোধকারীরা জানান, ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে আমরা ভাঙ্গা উপজেলা বাসী এক আত্মার বন্ধনে এক পরিবার। সম্প্রতি নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত আমরা মানি না। অতি দ্রুত নির্বাচন কমিশন দুটি ইউনিয়নকে পূণরায় ভাঙ্গার সাথে যুক্ত রাখার দাবি জানান। আর যতক্ষণ পর্যন্ত এই দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখা হবে বলেও তারা হুশিয়ার উচ্চারণ করেন।
এদিকে রাস্তা অবরোধ করার কারণে, দুটি মহাসড়কের দীর্ঘ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ লাইনে যানবাহন আটকা পড়ে আছে। অ্যাম্বুলেন্স সহ জরুরী কাজে ব্যবহৃত গাড়িগুলো ছাড়া কোন কিছুই তারা যেতে দিচ্ছেন না।
এ ব্যাপারে ফরিদপুর ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুটি মহাসড়কে রাস্তায় গাছ কেটে ও ট্রায়ার জ্বালিয়ে অবরোধ করে রেখেছে স্থানীয়রা। সম্পতি নির্বাচন কমিশনের সিদ্ধান্তে দুটি ইউনিয়ন ভাঙ্গা থেকে নগরকান্দায় যুক্ত হওয়ায় এই ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার প্রায় সাত ঘন্টা ঢাকার সাথে দক্ষিণবঙ্গের পুরোপুরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় অবরোধকারীরা। পরে তিন দিনের আলটিমেটামের আশ্বাসে ওই দিন সন্ধ্যায় অবরোধ প্রত্যাহার করে তারা।
Leave a Reply