নিখোজের তিনদিনের মাথায় পুকুরে ভেসে উঠলো লাশ
সদরপুর প্রতিনিধি:
বাড়ি থেকে বের হয়ে নিখোজের তিন দিনের মাথায় ফসলি জমির পাশে থাকা পরিত্যক্ত পুকুরে ভেসে উঠছে এক যুবকের লাশ। আজ বৃহস্পতিবার লাশটি দেখতে পান এলাকাবাসী। নিহত ওই যুবকের নাম জাহিদ বেপারী (৩৫)। সে সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের আদু বেপারীর ডাঙ্গী গ্রামের মোঃ মোতালেব বেপারীর পুত্র।
পরিবারের ভাষ্যমতে, গত সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। তাকে খুজতে এলাকায় ও পরিবারের বাড়িতেও খোজাখুজি করা হয়।
এ ব্যাপারে ওই ইউনিয়নের ইউপি সদস্য রব বেপারীর ভাষ্য, আগেও একবার বাড়ি থেকে বের হয়ে ছিলেন। বেশ কয়েকদিন পর তাকে আকোটেরচরের শয়তানখালী থেকে কাদাযুক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল।
এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার মরদেহ দেখতে শত শত এলাকাবাসী ভিড় জমায়। বিবাহিত জীবনে জাহিদ বেপারীও তার স্ত্রী ও বাবা মা নিয়ে বাড়িতে বসবাস করতেন।
এ ঘটনার খবর পেয়ে সদরপুর থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মোঃ মোতাহার আলী ঘটনাস্থলে গিয়ে তার ভেসে থাকা মরদেহ উত্তোলন করে থানায় নিয়ে আসে। প্রাথমিক তথ্যবিবরনী মেষে ময়না তদন্তের জন্য ফরিদপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে তিনি জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বোঝা যাবে মৃত্যুর কারনে। এছাড়াও তদন্ত চলছে।
Leave a Reply