ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ঘোষিত অবরোধ কর্মসূচিতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, ৯০ জনের নামে মামলা
বিশেষ প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গা থেকে দুটি ইউনিয়ন নগরকান্দা উপজেলায় সংযুক্ত করার প্রতিবাদে ঘোষিত অবরোধ কর্মসূচিতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই মহাসড়কে যানবাহন কোনরকম বাধা বিভক্তি ছাড়াই চলাচল করেছে। এ সময়ে কোথাও কোন অবরোধকারীদের মহাসড়কে দেখা যায়নি। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে মহাসড়কে অবরোধকারীরা অবস্থান নেয় সেসব স্থানে পুলিশ মোতায়ন করা হয়েছে।
এছাড়া গতরাতে ভাঙ্গা থানার উপপরিদর্শক মোঃ হাবিবুর রহমান বাদী হয়ে ৯০ জনকে আসামি ও অজ্ঞাত ১০০/১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। এতে প্রধান আসামি করা হয়েছে আলগী ইউনিয়নের চেয়ারম্যান এবং সর্বদলীয় সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক ম ম সিদ্দিক মিয়াকে। এ মামলার প্রধান আসামি ম ম সিদ্দিক মিয়াকে শনিবার রাতে নগরকান্দা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
মামলায় উল্লেখ করা হয়, ফরিদপুর-৪ আসনের পুনর্বিন্যাসের দাবিতে আসামি ম ম সিদ্দিক মিয়ার নেতৃত্বে একদল বিক্ষোভকারী ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদী এলাকায় সিসিবিএল পেট্রোল পাম্পের সামনে সমবেত হন। তারা রাস্তায় বড় বড় গাছ ফেলে, টায়ারে আগুন জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি করেন এবং যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। পুলিশের বাধা অমান্য করে তারা আরও মারমুখি অবস্থান নেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী মৌখিক সতর্কতা দিয়ে ধাওয়া করলে বিক্ষোভকারীরা পালিয়ে যান। এতে পরিস্থিতি স্বাভাবিক হয়। মামলায় আরো বলা হয়, পলাতক ও অজ্ঞাতনামা আসামীগন সহ ভাঙ্গা থানা নির্বাচনী এলাকা পুর্নবিন্যাস বাতিলের দাবীতে অবরোধের নামে শক্তির মহড়া প্রদর্শন পূর্বক হ্রাস সৃষ্টি করতঃ জন মনে ভীতির সঞ্চার করিয়া রাস্তায় যান-চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করিয়া তাহারা আইন-শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার আইন ২০০২) (সংশোধন/২০১৪) এর ৪(১)/৫ ধারার অপরাধ করিয়াছে।
এ মামলায় আওয়ামী লীগ নেতা কর্মীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীদেরও আসামি করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন বলেন, ৯০ জনের নাম উল্লেখ করে এবং আরও এক থেকে দেড়শ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের গেজেটে ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এর প্রতিবাদে গেজেট প্রকাশের পর থেকেই পাঁচ দিন মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখে স্থানীয়রা। এতে ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যান চলাচল ব্যাহত হয়।
Leave a Reply