ফরিদপুরের ভাঙ্গায বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা করেছে অবরোধকারীরা
ভাঙ্গা প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বেশ কয়েকটি সরকারি দপ্তরে হামলা ভাঙচুর ও অগ্নি সংযোগ করেছে আন্দোলনকারীরা।
বেলা একটার দিকে বিক্ষুব্ধরা এ হামলার ঘটনা ঘটায়। তারা উপজেলা পরিষদ, ভাঙ্গা থানা ও হাইওয়ে থানা হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে। এসময় থানার অভ্যন্তরে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ছয়টা গাড়ি ভাঙচুর করা হয়। আর উপজেলা পরিষদ চত্বরের দুটি ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়। সেখানে উপজেলা নির্বাচন অফিসেও হামলা হয়েছে বলে জানা গেছে। বেলা দেড়টার দিকে আন্দোলনকারীরা হাইওয়ে থানায় হামলা চালিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। বেলা দুইটার পরে আন্দোলনকারীদের ভাঙ্গা উপজেলার বাসস্ট্যান্ড এলাকাতে বিক্ষোভ করতে দেখা গেছে।
জানা গেছে, ফরিদপুর-৪ আসনভুক্ত ভাঙ্গা উপজেলার হামিরদী ও আলগি ইউনিয়নকে ফরিদপুর দুই আসনের সাথে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশের প্রতিবাদে কয়েকদিন ধরে চলে আসা মহাসড়ক অবরোধের কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে ভাঙ্গা ও আশেপাশের এলাকার আটটি পয়েন্টে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে সরিয়ে দেয় প্রশাসন।
এদিকে রোববার আন্দোলনের অন্যতম সমন্বয়কারী পালকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম সিদ্দিকুর রহমানকে গ্রেফতার এবং দুইশত এর বেশি মানুষকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা বাইরের খবরে আরো বেশি বিক্ষুব্ধ হয়ে পড়ে আন্দোলনকারীরা।
তারা পুনরায় সংঘটিত হয়ে বেলা 11 টার দিকে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট দখলে নিয়ে পুনরায় অবরোধ করে রাখে। অনুরূপভাবে ভাঙ্গা উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় শত শত আন্দোলনকারী জমা হতে থাকে। তারা বেলা একটার দিকে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা উৎপাদিত হয়ে সরকারি বিভিন্ন দপ্তরের স্থাপনায় হামলার ঘটনা ঘটায়।
আন্দোলনকারীরা বলছেন নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
Leave a Reply