ফরিদপুরে গরীব-অসহায় মানুষ পেল ১০ টাকায় ইলিশ মাছ
বিশেষ প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুরে গরিব ও অসহায় মানুষ পেল ১০ টাকায় একটি করে ইলিশ মাছ। বিশেষ উদ্যোগে প্রায় ছয় শত মানুষের মাঝে মাত্র ১০ টাকা মূল্যে প্রতি পিস ইলিশ মাছ বিক্রয় করা হয়। বুধবার সকাল ১১টায় ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল হাইস্কুল মাঠে মুফতি রায়হান জামিলের পক্ষ থেকে এই ইলিশ মাছ বিক্রয় করা হয়।
এসময় ইলিশ মাছ নিতে সদরপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে গরিব-অসহায় মানুষ স্কুল মাঠে উপস্থিত হন। পরে প্রায় ছয় শত মানুষের মাঝে এই ইলিশ মাছ পরিবার প্রতি একটি করে দশ টাকার মূল্য নিয়ে তাদের মধ্যে দেয়া হয়।
এদিকে দশ টাকা মূল্য ইলিশ মাছ পেয়ে গরিব-অসহায় মানুষের মাঝে হাসির ঝিলিক ফুটে ওঠে। তবে এ সময় ইলিশ মাছ নিতে হাজারো মানুষ স্কুল মাঠে জড়ো হয়। তবে সবাইকে ইলিশ মাছ দেয়া সম্ভব হয়নি এ সময়। ইলিশ মাছ নিয়ে হট্টগোল লেগে গেলে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
এ বিষয়ে মুফতি রায়হান জামিল বলেন, এই মুহূর্তে দেশের সব চাইতে দামি মাছ ইলিশ মাছ। যে মাছটি কিনে খাওয়ার মতো সক্ষমতা অনেকের নেই। সেই চিন্তা থেকে আমি আমার এলাকার প্রায় ছয়শত অসহায় মানুষের মাঝে ১০ টাকা প্রতি পিস ইলিশ মাছ তাদের হাতে তুলে দেয়ার চেষ্টা করছি। বিষয়টি একটি মানবিক উদ্যোগ, এখানে অন্য কোন বিষয় নেই। মূলত আমার গরিব ভাই-বোনদের মুখে হাসি ফোটানোর জন্য এই বিশেষ উদ্যোগটি নেয়া। আমি নিজে গিয়ে বরিশাল থেকে ইলিশ মাছ কিনে নিয়ে এসেছি বলেও জানান তিনি। তবে যারা পাননি তাদের জন্য পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানিয়েছেন।
Leave a Reply