শারদীয় দুর্গাপুজা উপলক্ষে ফরিদপুর পৌরসভার উদ্যোগে
শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর পৌরসভার উদ্যোগে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১১- ৩০ মিনিটের দিকে অম্বিকা মেমোরিয়াল হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফরিদপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ সোহরাব হোসেন এ সভাপতিত্বে এবং হিসাব রক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হক, ফরিদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অজয় কর, মহানগর পূজা উদযাপন ফন্টের সভাপতি সুশান্ত কুমার বিশ্বাস,
সভাপতি ভাই ভাই পূজা মন্দির কমিটির সভাপতি মনোজ কুমার সাহা , ফরিদপুর পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আহাদুজ্জামান।
এ সময় বক্তব্যে তারা বলেন
ফরিদপুরে সম্প্রদায়িক সম্প্রীতির একটা অন্যতম জেলা। এখানে যুগ যুগ ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের লোক একসাথে বসবাস করছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে তার ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে।
এবারে শারদীয় দুর্গাপূজা যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে সেজন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়। একই সাথে পুজা চলাকালীন সময়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাপদ ব্যক্ত করা হয় ,পূজা চলাকালীন সময়ে প্রত্যেকটা পূজা মন্দিরে তাদের স্বেচ্ছাসেবক নিয়োগ,
মন্দিরে সিসি ক্যামেরার ব্যবস্থা, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা , ডিজে গান বন্ধ ইভটিজিং এর মত ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখার জন্য আহবান জানান হয়।
বিসর্জন ঘাটের আশেপাশে সিসি ক্যামেরা নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
এ সময় তারা পূজা মন্দির সংলগ্ন এলাকায় পর্যাপ্ত বৈদ্যুতিক বাতি, ড্রেনেজ সমস্যা, ভরাট বালি, ইত্যাদি প্রয়োজনীয়তা তুলে ধরে আলোচনা করেন। এ সময় পৌর কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব পুজোর আগে সমাধান করা হবে বলে আশ্বাস প্রদান করা হয় ।
অনুষ্ঠানে পরবর্তী পর্বে ফরিদপুর পৌরসভার ৯৫ টি মন্দিরের প্রতিটিতে ৫০০০ টাকা এবং ২৫ টি করে কাপড় বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন মন্দিরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply