ফরিদপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বিশেষ প্রতিনিধি:
অভ্যুত্থানের শহীদদের স্মৃতির স্মরণে ফরিদপুরের সরকারী রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে ‘জুলাই শহীদ স্মৃতি আন্ত-বিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ এর শুভ উদ্বোধন হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজেন্দ্র কলেজ শাখার আয়োজিনে মঙ্গলবার বাইতুলা মানে অনার্স শাখার ক্যাম্পাসের মাঠে টুর্নামেন্টের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়।
এতে রাজেন্দ্র কলেজের গণিত বিভাগ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রতিদ্বন্দ্বিতা করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ২-০ গোলের ব্যবধানে গণিত বিভাগকে পরাজিত করে।
সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলেজের উপাধ্যক্ষ ওবায়দুর রহমান।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, রাজেন্দ্র কলেজ শাখার সভাপতি মো. ফাহিম বিশ্বাস এবং ফরিদপুর শহর শাখার সাধারণ সম্পাদক হাসিবুল হাসানের উপস্থাপনায় পরিবেশিত খেলাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, যা বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেছেন।
আয়োজকরা জানান, সরকারি রাজেন্দ্র কলেজের বিভিন্ন বিভাগের মধ্যে ২০টি বিভাগ মাসব্যাপী আয়োজনের এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন।
Leave a Reply