সদরপুরে পাটবীজ উৎপানকারী চাষী প্রশিক্ষণ
সদরপুর প্রতিনিধি:
“পলিথিনের ব্যবহার পরিহার করি, পাট পণ্যের বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্য বিষয়ে ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাটবীজ উৎপানকারী চাষীদের নিয়ে আজ বৃধবার একদিনব্যাপী প্রশিক্ষন হয়।
সদরপুর উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পাট উন্নয়ন উন্নয়ন কর্মকর্তা মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন। এসময় বিশেষ অতিথি ছিলেন, সদরপুর কৃষি কর্মকর্তা নিটুল রায়, জেলা পাট উন্নয়ন কর্মকর্তাসহ প্রান্তিক পর্যায়ের পাট চাষীরা।
উল্লেখ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত)”প্রকল্পের আওতায় এ প্রশিক্ষনের আয়োজন করা হয়।
Leave a Reply