ফরিদপুরে যৌথবাহিনী ও র্যাবের পৃথক অভিযানে অস্ত্রধারী যুবক আটক, উদ্ধার পিস্তল, গুলি ও কার্তুজ
বিশেষ প্রতিনিধি ঃ
ফরিদপুরে যৌথবাহিনী ও র্যাবের পৃথক অভিযানে অস্ত্রধারী যুবক আটক সহ উদ্ধার হয়েছে পিস্তল, গুলি ও কোতোয়ালি থানায় লুট হওয়া বিপুল পরিমাণ কার্তুজ।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ এক অস্ত্রধারী যুবককে আটক করা হয়েছে। আটক যুবকের নাম মাহবুবুর রহমান সজীব (৩১)। এ সময় তার কাছ থেকে একটি ৭.৬৫ মি.মি. পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। বুধবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ময়েনদিয়া বাজার এলাকায় এক ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছে। এমন তথ্য পাওয়ার পর মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি দল এবং বোয়ালমারী থানা পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তার কাছ থেকে অবৈধ পিস্তল, ম্যাগাজিন ও গুলি পাওয়া যায়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। আটক সজীব ময়েনদিয়া এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছে সেনা ক্যাম্প কর্তৃপক্ষ।
অপরদিকে ফরিদপুরের কোতয়ালী থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের একটি অংশ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব-১০। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি অবিস্ফোরিত গ্রেনেড, ৪১টি শর্টগানের কার্তুজ এবং ৩০টি গ্যাস গানের তাজা কার্তুজ সদৃশ বস্তু।
র্যাব জানায়, বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ফরিদপুর শহরের বিএডিসি অফিসের দক্ষিণ পাশের প্রাচীরের বাইরের অংশে, চরকমলাপুরগামী সড়কের পাশে বিদ্যুতের খুঁটির সংলগ্ন ঝোপঝাড়ের ভেতর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। প্রাথমিক পর্যবেক্ষণে র্যাবের ধারণা, উদ্ধার হওয়া গ্রেনেড ও কার্তুজগুলো ফরিদপুর কোতয়ালী থানা থেকে পূর্বে লুট হওয়া পুলিশের অস্ত্র ও গোলাবারুদের অংশ।
অভিযানে আটক ব্যক্তি, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে র্যাব সর্বদা প্রস্তুত। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাব। উদ্ধার হওয়া কার্তুজ সহ মালামাল কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
Leave a Reply