ফরিদপুর-৪ যেখানে
ছড়ানো হচ্ছে ‘কালো টাকা’ ছড়ানোর অভিযোগ বিএনপি প্রার্থী বাবুল
সদরপুর প্রতিনিধি:
ফরিদপুর-৪ আসনের তিনটি উপজেলায় আসন্ন জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ প্রার্থীরা তাদের নেতাকর্মীদের দিয়ে কালো টাকা ছড়াচ্ছেন। নির্বাচনী প্রচারনার আড়ালে ভোটারদের দ্বারপ্রান্তে ওই সব কালো টাকা বিতরণের পাশাপাশি ভোটারদের বাড়ি গিয়ে ভোটার আইডি কার্ড সংগ্রহ, বিকাশ নাম্বার সংগ্রহও করা হচ্ছে। নিরপেক্ষ প্রার্থীরা সিন্ডিগেট করে তাদের লোক দিয়ে টাকার ব্যাগ নিয়েও মাঠে পাঠিয়ে দিচ্ছেন এমনি অভিযোগ করেছেন ফরিদপুর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ শহিদুল ইসলাম বাবুল।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ফরিদপুর-৪ আসনের সদরপুর উপজেলার সদর এলাকার হাট বাজার টেম্পু ষ্টান্ড এলাকায় নির্বাচনী প্রচারনাকালে সাংবাদিকদের নিকট জানান, নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করতে একটি পক্ষ গোপনে অর্থ বিতরণ করছে, যা সুষ্ঠু নির্বাচনের জন্য হুমকি। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন ও নির্বাচন কমিশনের নজরে আনার কথাও জানান তিনি। তিনি আরও বলেন, আমার সাথে সর্ব শ্রেনীর লোকজন রয়েছে। মানুষ সতের বছরে নির্বাচনে ভোট দিতে পারে নাই। মানুষ নির্বাচন কে উৎসব মুখর হিসেবে নিয়েছে। সাধারন মানুষের সাথে যোগাযোগ করতে একটি অ্যাপস তৈরি করা হয়েছে যেখানে সকল মানুষ যুক্ত হতে পারে। জনগনের ভোটে নির্বাচিত হয়ে এ অবহেলিত ফরিদপুর-৪ আসনের বেকারত্ব, শিল্পকারখানা করা হবে। তিনি ভোটারদের প্রতি আশা করেন তাকে ভোট দিবেন এবং বিজয়ী হয়ে জনগনের আশা পূরন করা হবে।
এদিকে, স্থানীয় সচেতন মহল বলছে নির্বাচন ঘিরে এ ধরনের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত হওয়া প্রয়োজন, যাতে ভোটের পরিবেশ স্বচ্ছ ও গ্রহণযোগ্য থাকে। প্রচারনাকালে সদরপুর উপজেলা বিএনপির আহব্বায়ক কাজী বদরুতজামান, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply