ক্রীড়া প্রতিনিধি : ক্রিশ্চিয়ানো রোনালদো ! ফুটবল পছন্দ করে কিন্তু তার নাম জানেনা এমন মানুষ খুজে পাওয়া শুধু কঠিন নয় দুস্কর। এমনকি যারা ফুটবল পছন্দ করেনা তারাও তাকে ভালমতই জানে। জানবেই না কেন বলুন নিঃসন্দেহে সে ফুটবল বিশ্বে সেরাদের মধ্যে একজন। এই সেরা হয়ে উঠতে তার জীবনে রয়েছে অনেক গল্প, এর মধ্য অনেক গল্পই হয়তোবা আপনি আগে থেকেই জানেন আবার কিছু হয়ত জানেননা। আজ জানাব, রোনালদোর ক্যারিয়ারের শুরুর দিকের একটি ঘটনা হয়ত সেদিনই শেষ হয়ে যেতে পারত তার ক্যারিয়ার।
সি আর সেভেনঃ “আমার সাফল্যের জন্য অবশ্যই আমার বন্ধু আলবার্ট ফেন্ট্রোকে ধন্যবাদ দেওয়া উচিৎ। আমরা একসাথে একটি যুব দলের হয়ে খেলেছি। তখন স্পোর্টিং একাডেমি থেকে লোক আসে এবং আমাদের জানায়, সামনের ম্যাচ এ আমাদের মাঝে যে বেশি গোল দিবে তাকে তারা একাডেমিতে নিয়ে নিবে। ম্যাচটি আমরা ৩-০ তে জিতে নেই।
প্রথম গোলটা আমি-ই করি। দ্বিতীয়টি করে আলবার্ট, হেডের মাধ্যমে। কিন্তু তৃতীয় গোল টি সবাইকে মুগ্ধ করে।আলবার্ট একাই বলটিকে গোলকিপারের সামনে নিয়ে আসে, তার শুধু বলটিকে জালে ঢুকানোই বাকি ছিল। কিন্তু তা সে না করে বলটি আমাকে পাস দিল। আমি গোল দিলাম। যার ফলে একাডেমি আমাকে নিয়ে নিল। ম্যাচ শেষে আমি তাকে এই কাজ টি করার কারণ জিজ্ঞাসা করলাম, সে বললো, ‘তুমি আমার থেকে ভালো খেলোয়াড়’, তাই…
রোনালদোর এই বক্তব্যের পর সাংবাদিকরা কিছুদিন পর আলবার্ট এর বাড়িতে যায় ঘটনার সত্যতা আবিষ্কার করতে। আলবার্ট তাদের জানায়, ঘটনাটি সত্য। সে আরো জানায়, ওই ম্যাচটির পর তার ফুটবল ক্যারিয়ার শেষ হয়ে যায় এবং এখন পর্যন্ত সে বেকার। সাংবাদিকেরা, অবাক হয় তখনি ! কারণ আলবার্টকে দেখে তা মনে হচ্ছিল না !
তাই সাংবাদিকরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, “তাহলে আপনার এতো বিলাসবহুল বাড়ি এবং গাড়ি কিভাবে হল? কিভাবেই বা আপনি আপনার পরিবারকে এতো ভালোভাবে চালাচ্ছেন? আপনাকে অনেক ধনী মনে হচ্ছে ! কিভাবে তা সম্ভব? ”
আলবার্ট গর্বের সাথে বলে, এই সবকিছুই ক্রিস্টিয়ানোর কারণে !
Leave a Reply