ফরিদপুর-৩ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৩ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের পক্ষে নির্বাচনী পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ
বুধবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এ কর্মশালার আয়োজন করা হয়। সংগঠনের সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় পৌরসভার ২৭টি ওয়ার্ডের প্রায় ৫০০ থেকে ৬০০ জন পোলিং এজেন্ট অংশগ্রহণ করেন।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ,
ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনালসহ ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচনকে কেন্দ্র করে দেশে-বিদেশে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। তাই ভোটের দিন পোলিং এজেন্টদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কোনোভাবেই কেন্দ্র ত্যাগ করা যাবে না। পাশাপাশি কেন্দ্রের যেকোনো অনিয়ম বা অসঙ্গতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে দায়িত্বশীল কর্মকর্তাদের অবহিত করার আহ্বান জানানো হয়।
Leave a Reply