বাড়ি ফেরার সময় হাসপাতালে পরে থাকা একটি পিপিই চুরি করে আনেন ওই ব্যক্তি। এরপরই স্বাস্থ্য দপ্তরের ওই ফল বিক্রেতার সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানায়, রেইনকোট মনে করে পিপিই চুরি করেছে। পরে ওই পিপিই উদ্ধার করে জ্বালিয়ে দেয়া হয়। ফল বিক্রেতার করোনা টেস্ট করলে পজেটিভ আসে। ওই ফল বিক্রেতার সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরও করোনা টেস্ট করানো হয়। কিন্তু কেউ আক্রান্ত হননি।
 
ফেইবুকে আপডেট পেতে পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুনঃ
www.facebook.com/Ganasonghoti
দৈনিক গনসংহতি (সব সময় নতুন সংবাদ)
২৪ ঘন্টাই খবর। খবরের সাথেই থাকুন।।
 
আপনি ও চাইলে আমাদের মতামত পাঠাতে পারেন।
ইমেইল করুনঃ ganasonghoti@gmail.com
 
Leave a Reply