ফরিদপুরে পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ফরিদপুর পুলিশ লাইনের মাঠে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ কাইয়ুম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুণাক ফরিদপুরের সভানেত্রী কামরুন নাহার পপি, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ শামসুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুর এবং ভারপ্রাপ্ত আরআই মোহাম্মদ ঈসা প্রমুখ। সার্বিকভাবে প্রতিযোগিতা পরিচালনা করেন প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক আশুতোষ গুহ।
এর পূর্বে
সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনা, মশাল দৌড় ও কুচকাওয়াজের মধ্য দিয়ে ক্রীড়া অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী মোট ১৯টি খেলাধুলা অনুষ্ঠিত হয়। এছাড়া আমন্ত্রিত অতিথি, সাবেক শিক্ষার্থী, অভিভাবক, পুরুষ ও মহিলা পুলিশ সদস্য এবং শিক্ষক-কর্মকর্তা-
কর্মচারীদের জন্য পৃথক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দিনশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
Leave a Reply