ফরিদপুর ১–প্রচার প্রচারণায় ব্যাস্ত জোট ও স্বতন্ত্র প্রার্থী
বিশেষ প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের সংসদীয় আসনগুলোতে প্রচার প্রচারণা ও উঠান বৈঠকে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা।
বোয়ালমারী আলফাডাঙ্গা মধুখালি উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনের বিভিন্ন হাট বাজারসহ পাড়া মহল্লায় ঘুরে ঘুরে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন দলীয় এবং স্বতন্ত্র প্রার্থীরা।
ফরিদপুর-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১০ হাজার ৭শ ২ জন। আসনটিতে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৯৬টি। এ আসনে মোট ৯ জন দলীয় ও স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মধুখালি উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন জাহাজ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন। দিনব্যাপী আসনটির বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে সন্ধায় মধুখালীর ব্যাসদি বাজারে ব্যাবসায়ী ও সাধারন ভোটারদের সাথে কুশল বিনিময় করেন দোলন।
এসময় আরিফুর রহমান দোলন বলেন, এখনও হামলা ও মামলা বাণিজ্য চলছে। নিপিড়ীত হচ্ছে সাধারণ মানুষ। তিনি প্রশাসনকে নিরপেক্ষ অবস্থানে থাকার অনুরোধ জানিয়ে বলেন যারা পেশীশক্তি ব্যাবহার করছে তাদেরকে সাধারণ জনগন প্রত্যাখ্যান করবে।
শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকা ঘুরে জাহাপুর বাজার সংলগ্ন স্থানে পথসভা করেন জামায়াত জোটের প্রার্থী ড. ইলিয়াস হোসেন।
এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে জামায়াত জোটের প্রার্থী ইলিয়াস হোসেন বলেন, ১১ দলের সমন্বয়ে গঠিত জোটের সকলে একত্রিত হয়ে নির্বাচনে কাজ করছি। তবে কোথাও কোথাও কর্মীরা বাধার সম্মুখীন হচ্ছে। নির্বাচনের পরিবেশ তথা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
সট: ড. ইলিয়াস মোল্লা, জামায়াতের প্রার্থী ও আরিফুর রহমান দোলন, স্বতন্ত্র প্রার্থী।
Leave a Reply